DECLARATION
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ashiqurrahman.blogspot.com ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।
রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১১
আর কত কৃতজ্ঞ থাকব ??
আর কত কৃতজ্ঞ থাকব ??
নির্বিচারে পাকি গুলো যেমন মানুষ হত্যা করেছে তেমনি করছে ভারতীয়রা।
দেশের মেধাবী মানুষগুলোকে খুন করে দেশকে মেধা শূন্য করে দিতে চেয়েছিল পাকিরা, আর এখন নতুন প্রজন্মের হাতে ড্রাগ তুলে দিয়ে একই দায়িত্ব পালন করছে ভারতীয়রা।
সম্পুর্ন ভুখন্ড একসাথে দখলের বদলে একটু একটু দখল করছে ভারতীয়রা।
ভাষার ক্ষেত্রে বলবেন? পাকিরা জোর করে উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল আর ভারতীয়রা এখন সুনিপুন ভাবে হিন্দিকে চাপিয়ে দিল। আরও রয়েছে হাজারো উদাহরন।
এখনো ভারতীয়দের প্রতি কৃতজ্ঞতার জন্যই সব মুখবুজে সহ্য করা হচ্ছে। ১৯৭১ এ সাহায্যের কথা ৪০ বছর যাবত রেডিও এর মত বলেই যাচ্ছেন। সুযোগ পেলেই খোটা মারেন আপনাদের সাহায্য ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হতো না। নির্লজ্জের মত নিজের ঢোল নিজেই পিটাচ্ছেন। আপনারা যে স্বার্থের কারনেই সাহায্য করেছিলেন তা ৪০ বছরে প্রকাশ করেছেন।
আমি ১৯৭১ এ সাহায্য করেছিলাম, আমাকে তামাবিল দাও।
আমি ১৯৭১ এ সাহায্য করেছিলাম, আমার ইচ্ছা আমি মানুষ মারবো বর্ডারে।
আমি ১৯৭১ এ সাহায্য করেছিলাম, আমাকে ট্রানজিটের নামে করিডোর দাও।
আমি ১৯৭১ এ সাহায্য করেছিলাম, আমি ফারক্কা বাঁধ দিবো।
আমি ১৯৭১ এ সাহায্য করেছিলাম, আমি বাংলাদেশের বড় ভাই। আমার কথার অবাধ্য হওয়া যাবে না।
এই হচ্ছে ভারতের মনোভাব। ভারত দেশটা যেমন বড়, দেশটার মনোভাব ঠিক তার উলটো।
ঋন শোধ হয়ে গিয়েছে। অনেক হয়েছে। আর না।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন